ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়ক পেয়ে আমরা ভাগ্যবান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫০ ঘণ্টা, মে ১৬, ২০১৯
‘শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়ক পেয়ে আমরা ভাগ্যবান’ বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ছবি: বাংলানিউজ

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বাঙ্গালি জাতি ভাগ্যবান, কারণ আমরা শেখ হাসিনার মতো রাষ্ট্রনায়ক পেয়েছি। দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় গিয়ে তিনি সবার জন্য আইন সমান করেছেন। তার বড় কৃতিত্ব, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। 

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবে শেখ হাসিনার ৩৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি সভাটির আয়োজন করে।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ সারাবিশ্ব আমাদের উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে। ডিজিটাল বাংলাদেশ তার বড় উদাহরণ।

মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও লিবিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, আমরা যত উন্নত হচ্ছি, আমাদের শত্রুর সংখ্যাও তত বাড়ছে।  

এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেন ড. মোমেন।

ধানমন্ডি ক্লাবের পরিচালক শেখ ইকবাল খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ড. সিদ্দিকুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চৌধুরী, আইনজীবী আবদুল বাসেত চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ১৬, ২০১৯
এমএমআই/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।