রোববার (২ জুন) বেলা পৌনে ১১টা জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাতে বন্ধুপ্রতিম যুক্তরাজ্য ও বাংলাদেশে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, হাবিবুর রহমান, রেজাউল ইসলাম ভূইয়া, জাতীয় পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা সাবেক কূটনীতিক মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা, বৃটিশ হাইকমিশনের পলিটিক্যাল এনালিস্ট এজাজুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জুন ২, ২০১৯
এসএমএকে/ওএইচ/