চিঠি পেয়ে জিএম সিরাজ বাংলানিউজকে বলেন, রোববার বিকেল ৫টার দিকে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতীক বরাদ্দের চিঠি তাকে দিয়েছেন। তিনি বলেন, আমি সোমবার বগুড়ার রিটার্নিং কর্মকর্তার কাছে এই চিঠি দিয়ে ধানের শীষ প্রতীক বরাদ্দ নেবো।
চিঠি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৩০ ডিসেম্বর বগুড়া-৬ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন। নির্ধাতি ৯০ কার্যদিবসের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ায় তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য আসনে আগামী ২৪ জুন ভোট গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ০২, ২০১৯
এমএইচ/এএ