ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৯
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা: গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২ জুলাই) দেশব্যাপী জেলা সদর ও মহানগরগুলোতে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া একই দাবিতে ওইদিন ঢাকা মহানগরের থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (১ জুলাই) বিকেলে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, বর্তমান মিডনাইট সরকার আবারো গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে।

আওয়ামী লীগের ১০ বছরে গ্যাসের মূল্য বাড়িয়েছে ছয়বার। এরআগেও ১৯৯৬-২০০১ সরকারের আমলে আওয়ামী লীগ সরকার গ্যাসের দাম বাড়িয়েছে দু’বার। এক চুলা ১৫০ টাকা ও দুই চুলা ২০০ টাকার গ্যাস এখন ৯২৫ টাকা ও ৯৭৫ টাকা করা হয়েছে।  

তিনি বলেন, গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে। বাড়বে কলকারখানার উৎপাদন খরচ। গ্যাসের দাম বাড়ানোয় অবশ্যই জনজীবনে বিরূপ প্রভাব পড়বে। যারা সীমিত আয়ের লোক তাদের ওপর এর প্রভাব পড়বে বেশি। গ্যাসের দাম বাড়ানোর কারণে সব ধরনের শিল্পপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ও বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। ব্যবসা করার খরচ বেড়ে যাবে। ফলে শিল্পপ্রতিষ্ঠানের ওপর চাপ বাড়বে। মূল্যস্ফীতিও বাড়বে।

রিজভী বলেন, গ্যাসের দাম বাড়ানোর কারণে দেশের গার্মেন্টস খাত মারাত্মক চাপে পড়বে, পরিবহনের ভাড়া বাড়বে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে, নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব ধরনের পণ্যের দাম বাড়বে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও গাড়ি ভাড়া, বাড়িভাড়া আকাশছোঁয়া, তার ওপর আবার গ্যাসের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরও দুর্বিষহ অবস্থার মধ্যে ফেলে দেবে।
 
তিনি বলেন, গ্যাস উন্নয়ন তহবিলে কয়েক হাজার কোটি টাকা জমা আছে। রাষ্ট্রীয় সব গ্যাস কোম্পানি লাভজনক অবস্থায় থাকার পরও গ্যাসের দাম বৃদ্ধি দুর্নীতিকে আরও পাকাপোক্ত করবে। সাধারণ মানুষের জীবনে আরও দুর্ভোগ নেমে আসবে। এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী ও গরিব মারার সিদ্ধান্ত। আমি দলের পক্ষ থেকে গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

বাংলদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।