ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, আগস্ট ১, ২০১৯
ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির গ্রেফতার আমির আমির ফজলুল হক শামীম।

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা জামায়াতের আমির ফজলুল হক শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বাংলানিউজকে জানান, ফজলুল হক শামীমের বিরুদ্ধে নাশকতার অর্ধডজন মামলা রয়েছে।

এসব মামলার একটিতে গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার (৩১ জুলাই) রাতে উপজেলার পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময় ১৩১১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।