ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে মনে হলেও নিয়ন্ত্রণে আসেনি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, আগস্ট ৪, ২০১৯
‘ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে মনে হলেও নিয়ন্ত্রণে আসেনি’ ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ছবি: বাংলানিউজ

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে বলে মনে হলেও এখনও তা নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

রোববার (৪ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে এসে এ মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে বলে মনে হলেও এখনও তা নিয়ন্ত্রণে আসেনি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। হাসপাতালের চিকিৎসকরা তাদের সাধ্যমতো চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসায় কোনো ত্রুটি হচ্ছে না।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএকেএম নাসির উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৯
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।