ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়া: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্তদের জন্য স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন করেছে জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল। শতাধিক ছাত্র-ছাত্রী ও নেতাকর্মীরা রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান করেন।

এসময় রক্তদাতাদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।  

উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক, আমিনুল ইসরাম জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেল, কলেজ ছাত্রলীগের সভাপতি মির্জা লিমন, সাধারণ সম্পাদক জুবায়ের শ্রাবন প্রমুখ।

কর্মসূচিতে জেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।