ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঈদে দেশজুড়ে জাকের পার্টির ৩০০ জামাত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, আগস্ট ১০, ২০১৯
ঈদে দেশজুড়ে জাকের পার্টির ৩০০ জামাত

ঢাকা: আসছে ঈদুল আজহায় রাজধানী ঢাকাসহ সারাদেশে তিন শতাধিক ঈদের জামাত আয়োজন করেছে জাকের পার্টি। রাজধানীর বাইরে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায় এ অনুষ্ঠিত হবে এসব জামাত।

শুক্রবার (০৯ আগস্ট) জাকের পার্টির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বরাবরের মতো এবারও দলের পক্ষ থেকে আয়োজিত প্রধান জামাতটি রাজধানীর বনানীতে দলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী এ জামাতে ঈদের নামাজ আদায় করবেন।  এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ জাকের পার্টির উদ্যোগে রাজধানীতে আরও একটি জামাত অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের সব জামাত একযোগে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

জাকের পার্টির পক্ষ থেকে জানানো হয়, নামাজের আগে বয়ানে কোরবানির মূল মর্মবাণী প্রতিধ্বনিত হবে। আল্লাহর সন্তুষ্টি লাভে দেশজুড়ে জাকের পার্টির এ আয়োজন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসএইচএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।