ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের কাউন্সিল সেপ্টেম্বরে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
ছাত্রদলের কাউন্সিল সেপ্টেম্বরে ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। 

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম বাবুল শুক্রবার (৯ আগস্ট) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বাবুল জানান,  ছাত্র দলের সাবেক নেতাদের সঙ্গে শুক্রবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপের মাধ্যমে বৈঠক হয়েছে।

 ওই বৈঠকে ছাত্রদলের কাউন্সিলের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোট হবে।  

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া হয়। ৩০ জুন কাউন্সিলের তফসিল ঘোষণা করা হয়। ওই তফসিল অনুযায়ী গত ১৪ জুলাই কাউন্সিল হওয়ার কথা থাকলেও বিক্ষুব্ধ একটি অংশের বিরোধিতার মুখে তা হয়নি। পরে বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে তারেক রহমান কথা বলে অচলাবস্থা নিরসন করেন।

এছাড়াও জানা গেছে,  শনিবার নতুন করে তফসিল ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমএইচ/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।