ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আ ন ম শফিকুল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, আগস্ট ১৫, ২০১৯
আ ন ম শফিকুল হকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মদিনা নগরীতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোকবার্তায় বলেন, আ ন ম শফিকুল হকের মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ একজন দৃঢ়চিত্তের নেতাকে হারালো।

তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারী। বর্ষীয়ান রাজনীতিবিদ শফিকুল হকের মৃত্যুতে সিলেটের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো।  

ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

** সিলেটের আ’লীগ নেতা আ ন ম শফিক আর নেই

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।