বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী ও শোকদিবসের আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা আওয়ামী লীগ এ সভা, দোয়া ও গণভোজের আয়োজন করেন।
ইকবাল হোসেন অপু আরও বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত স্বাধীন সোনার বাংলাদেশের। তিনি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে একটি স্বাধীন স্বার্বভৌম রাষ্ট্র উপহার দিয়ে গেছেন। আজকে সময় এসেছে তার রক্তের ঋণ শোধ করার। মুজিব আদর্শের সৈনিকদের জাতির পিতার স্বপ্নপূরণে দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুর রব মুন্সি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র নূর মোহাম্মদ কোতোয়াল, গিয়াস উদ্দিন পাহাড়, জিপি অ্যাডভোকেট আলমগীর হোসেন মুন্সী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সালাম, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসআরএস