ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের দুই পদে মনোনয়ন জমা ৭৬টি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, আগস্ট ২০, ২০১৯
ছাত্রদলের দুই পদে মনোনয়ন জমা ৭৬টি সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিচ্ছেন সাজিদ হাসান বাবু

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৭৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই দুই পদের জন্য ১১০টি ফরম বিক্রি হলেও মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত ৭৬ জন জমা দিয়েছেন। 

এর মধ্যে সভাপতি পদে ২৭ জন ও সাধারণ সম্পাদক পদে ৪৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ছাত্রদলের সাবেক দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বাংলানিউজকে এ তথ্য জানান।



নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল হবে আগামী ১৪ সেপ্টেম্বর। এই নির্বাচন সামনে রেখে প্রার্থীদের মধ্যে গত ১৭ ও ১৮ আগস্ট ফরম বিক্রি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।