মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় শ্যামনগরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ হাসমী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার (১৮ আগস্ট) বংশীপুর বাসস্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম শোকর আলীর সমর্থক এবং সাবেক চেয়ারম্যান জি এম সাদেকুর রহমান সাদেমের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ৩০ জন আহত হয়। এ ঘটনায় উভয়পক্ষ শ্যামনগর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করে।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
আরএ