ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবু গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
১০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা হাবু গ্রেফতার হাবিবুর রহমান ওরফে হাবু

নারায়ণগঞ্জ: অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে হাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে, রোববার (২৫ আগস্ট) রাতে উপজেলার দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

হাবু দক্ষিণপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

২০০৭ সালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা হাবুকে অস্ত্রসহ আটক করে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় তিনি জামিনে ছিলেন। মামলার দীর্ঘ শুনানি শেষে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত হাবুকে ১০ বছরের কারাদণ্ড দেন।  দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে হাবু পলাতক ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।  

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, হাবুকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।