ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আজমীর শরীফে এরশাদের চল্লিশা করলেন বিদিশা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৮, আগস্ট ২৭, ২০১৯
আজমীর শরীফে এরশাদের চল্লিশা করলেন বিদিশা 

ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের চল্লিশা  পালন করেছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। ভারতের আজমীর শরীফে এ উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন তিনি। 

সোমবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে বিদিশা লিখেছেন, আজমীর শরীফে চল্লিশা করলাম আমার ও এরশাদের প্রিয় ওলি খাজা মাঈনুদ্দিন চিশতী দরগায় এবং মসজিদে।

ফেসবুক পেজে আজমীর শরীফের দরগার বেশ কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি।

ছবিতে দেখা যায়, মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে খাবার বিতরণ করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গত ১৪ জুলাই মৃত্যুবরণ করেন।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ