ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যুবদল নেতা আল মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৯, আগস্ট ২৮, ২০১৯
যুবদল নেতা আল মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ঢাকা: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জাতীয়তাবাদী যুবদলের নেতা আল মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বেলাল জানান, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলাধীন ভৈরব উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আল মামুনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৭ আগস্ট) তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ