ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

জিএম কাদেরকে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৮, আগস্ট ৩০, ২০১৯
জিএম কাদেরকে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার অভিনন্দন

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে অভিনন্দন জানিয়েছে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (আ)।

পার্টির সর্বভারতীয় সভাপতি ও ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রামদাস আঠাবলের সই করা এক বার্তায় এই অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় পার্টির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

বার্তায় রামদাস আঠাবলে বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জাতীয় পার্টির সঙ্গে রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া একাত্মবোধ পোষণ করে।  

‘জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রয়াণে আমরা শোকাভিভূত। ’ 

পার্টির নতুন চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বর্তমান নেতৃত্বে জাতীয় পার্টি আরো সমৃদ্ধ হবে।

একই বার্তায় রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার (আ) এর পশ্চিমবঙ্গ ইউনিটের সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিকও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসএমএকে/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।