শনিবার (৩১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর আহমেদ হলে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, কাজী জাফর নেই বলে বাংলাদেশের রাজনীতি বন্ধ হয়ে যাবে না।
তিনি বলেন, ভারতকে পরিষ্কার বলে দেওয়া দরকার- কাশ্মীরে যা হচ্ছে, আসামে যা হচ্ছে, সেখানে মানবিক আচরণ করো। অভ্যন্তরীণ ব্যাপার বলে তুমি খালাস পাবে না। এক যুগের মধ্যেই ভারত খণ্ড-বিখণ্ড হয়ে যাবে। তাদের সাবধান করে দেওয়া দরকার, আমরা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হাত লাগাতে চাই না। কিন্তু, তুমি অমানবিক ব্যবহার করবে, সেটা হতে পারে না। আমাদের সংবিধানে নৈতিক দায়িত্ব আছে, যেকোনো জাতি, যেকোনো অঞ্চল আত্মনিয়ন্ত্রণের অধিকার, ন্যায়ের অধিকারের জন্য সংগ্রাম করবে- তাতে সর্বত সমর্থন দেওয়া।
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির (জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, ভাসানী অনুসারী পরিষদের সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম বাবলু, সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ ওয়াহিদুজ্জামান দীপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫০ আগস্ট ৩১, ২০১৯
এমএইচ/একে