ঢাকা: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য পাঁচজন দলীয় ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ পাঁচজন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম।
যারা ফরম নিয়েছেন, তারা হলেন- রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলার পক্ষে আমিনুল ইসলাম।
রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুর পক্ষে ফরম নিয়েছেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন। রংপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইস আহমেদের পক্ষে ফরম নিয়েছেন জাসাস নেতা জাহাঙ্গীর হোসেন। সদ্য প্রয়াত রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের স্ত্রীর পক্ষে তার ভাই ফরম নিয়েছেন। এছাড়া ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ পিপলস পার্টির সভাপতি রিটা রহমান নিজে বিএনপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এ ফরম জমা নেওয়া হবে। শনিবার (৭ সেপ্টেম্বর) প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। আগামী ৫ অক্টোবর এরশাদের ওই আসনে নির্বাচন হবে।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
এমএইচ/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।