ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, সেপ্টেম্বর ৭, ২০১৯
খুলনায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় টিপু শেখ (৫০) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাজিরহাট ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টিপু বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করেন।

পরে তাকে কুপিয়ে এক পা পুরো বিচ্ছিন্ন ও অপর পায়ের অর্ধেক বিচ্ছিন্ন করে মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করেন।

খুলনা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বাংলানিউজকে জানান, টিপু বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে ঘিরে ধরে কুপিয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন করে ফেলেন। এরপর তারা পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

নিহত টিপু পদ্মবিলা গ্রামের সোনা উল্লাহর ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে দলের মধ্যের প্রতিপক্ষ তাকে কুপিয়ে হত্যা করেছে।

খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ