ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সভাপতি পদে প্রার্থিতা ফিরে পেলেন মামুন বিল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৯
সভাপতি পদে প্রার্থিতা ফিরে পেলেন মামুন বিল্লাহ

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে সভাপতি পদে মোহাম্মদ মামুন বিল্লাহ ওরফে মামুন খানের প্রার্থীতা আপিল কমিটি পুনর্বহাল করেছে।

মোহাম্মদ মামুন বিল্লাহ তার প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের সঙ্গে যথোপযুক্ত তথ্য, ব্যাখ্যা ও দালিলিক প্রমাণ দাখিল করেছেন। তাতে আপিল কমিটি সন্তুষ্ট হয়ে তাকে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে সভাপতি পদে বৈধ প্রার্থী হিসেবে অনুমোদন করেছেন।

ফলে সভাপতি পদে এখন প্রার্থী সংখ্যা দাঁড়ালো ৯ জন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী রয়েছেন ১৯ জন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে আপিল কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের এই দুই পদে সরাসরি ভোট হবে। এতে ৫৮০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  
 
বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।