ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের কাউন্সিলর কার্ড বিতরণ ১১-১২-১৩ সেপ্টেম্বর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৯, সেপ্টেম্বর ৭, ২০১৯
ছাত্রদলের কাউন্সিলর কার্ড বিতরণ ১১-১২-১৩ সেপ্টেম্বর

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের কাউন্সিলর কার্ড  আগামী ১১-১২-১৩ সেপ্টেম্বর (বুধ, বৃহস্পতি ও শুক্রবার বাদ জুমা) জাতীয়তাবাদী ছাত্রদলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে বিতরণ করা হবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে বিতরণ।

সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল আয়োজনে গঠিত সংশ্লিষ্ট কমিটির নেতাদের সঙ্গে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায়।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে ৬ষ্ঠ জাতীয় কাউন্সিল নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার ছাত্রদলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।