ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদার জন্ম‌দিন মামলার অ‌ভি‌যোগ গঠন শুনা‌নি ৯ অ‌ক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, সেপ্টেম্বর ২৪, ২০১৯
খালেদার জন্ম‌দিন মামলার অ‌ভি‌যোগ গঠন শুনা‌নি ৯ অ‌ক্টোবর খালেদা জিয়া/ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযোগ গঠন শুনানির তারিখ পিছিয়ে আগামী ৯ অ‌ক্টোবর ধার্য করেছেন আদালত। 

মঙ্গলবার (২৪ সে‌প্টেম্বর) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ অস্থায়ী আদালতে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর শুনা‌নির জন্য এই নতুন দিন ধার্য ক‌রেন।

মঙ্গলবার আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল।

তবে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানিয়ে শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা। আদালত আবেদন মঞ্জুর করে শুনা‌নির জন্য নতুন এই দিন ধার্য করেন। খা‌লেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া এ তথ্য নি‌শ্চিত ক‌রেন।

২০১৬ সালের ৩০ আগস্ট ভুল তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।