ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার মুক্তির দাবিতে বাগেরহাটে শ্রমিক দলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
খালেদার মুক্তির দাবিতে বাগেরহাটে শ্রমিক দলের মানববন্ধন

বাগেরহাট: বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা শ্রমিক দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা শ্রমিক দলের আয়োজনে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সরুইস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, কৃষকদলের জেলা সভাপতি আওসাফুদৌলা জুয়েল, শ্রমিক দলের ফকিরহাট উপজেলা সভাপতি হুমায়ুন করিব, কচুয়া উপজেলা সভাপতি জিল্লুর রহমান, শ্রমিকদল নেতা শাহিন খান, আবু হোসেন শাহিন, আসাদ মলঙ্গী, তাপস কুমার রায়, বুলবুল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে বর্তমানে রাজনৈতিক সংকট চলছে। এ সংকট কাটাতে যেভাবে হোক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দলের নেত্রীকে মুক্ত করতে প্রয়োজনে জীবনবাজি রেখে আন্দোলন করতে হবে। কোনো বাধা মানা হবে না। খালেদা জিয়াকে মুক্ত করে আনতেই হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা,  সেপ্টেম্বর ২৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।