ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করি: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করি: জিএম কাদের জিএম কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দলের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশবাসী আগামীতে জাতীয় পার্টিকে (জাপা) দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারে। রাজনৈতিক শূন্যতা পূরণে দেশে যে কয়টি শক্তি রয়েছে, এর মধ্যে জাপা অন্যতম বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেন, আমরা বিজয়ের জন্য রাজনীতি করি। তাই দলকে আরও শক্তিশালী করতে হবে। আমরা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে রাজনীতি করছি।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নবগঠিত আহবায়ক কমিটির নেতাদের উদ্দেশে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, দলকে আরও শক্তিশালী করতে হবে।

সাধারণ মানুষের মধ্যে জাপাকে আস্থার রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী কর্মসূচি দিয়ে জাতীয় পার্টি সবার আস্থা অর্জন করবে।  

জাপা চেয়ারম্যান বলেন, মানুষ এখন জাতীয় পার্টির খোঁজ রাখে। জাপার দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী। আমরা সাধারণ মানুষের আস্থা নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন করবো, বেকারত্ব দূর করবো, উপজেলা পরিষদকে আরও শক্তিশালী করবো। তৃণমূল পর্যায়ে বিচার ব্যবস্থা বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষকে আইনি সহায়তা দেবো।
 
নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, যাদের শ্রম ও ঘামে জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা তাদের অবদান কখনোই অস্বীকার করবো না। দলকে সুপ্রতিষ্ঠিত করতে ত্যাগী নেতাকর্মীদের আরও বেশি অবদান রাখতে হবে।  

এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস চেয়ারম্যান জহুরুল আলম রুবেল, আদেলুর রহমান আদেল, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মো. ফারুক শেঠ, জয়নাল আবেদিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৯
এসএমএকে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।