ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার সাফল্য কামনা বিকল্পধারার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, সেপ্টেম্বর ২৮, ২০১৯
শেখ হাসিনার সাফল্য কামনা বিকল্পধারার

ঢাকা: সুন্দর বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহের সাফল্য কামনা করেছে বিকল্পধারা বাংলাদেশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছাবাণীতে প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন।

শুভেচ্ছাবাণীতে নেতারা বলেন, আমরা মহান আল্লাহতালার কাছে প্রার্থনা করছি, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বর্তমান, ভবিষ্যতের রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তসমূহ যেন দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অনুকূলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হয়।

 

বিকল্পধারার নেতারা বাণীতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।