ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, সেপ্টেম্বর ২৯, ২০১৯
লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য খোরশেদ আলম মিরন (৪০) নিহত হয়েছেন। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মিরন লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত মনছুর আহম্মদের ছেলে।

তিনি ওই ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানায়, মিরন আলাদাদপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশধারী চার জন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এতে মিরন ঘটনাস্থলেই মারা যান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ মিরনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খবর পেয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।