ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে সাদ জয়ী

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে সাদ জয়ী রাহগির আল মাহি এরশাদ (সাদ)।

রংপুর: রংপুর-৩ (সদর) উপ-নির্বাচনে হুসেইন মুহম্মদ এরশাদের পুত্র রাহগির আল মাহি এরশাদ (সাদ) বেসরকারিভাবে জয়ী হয়েছেন। 

শনিবার (৫ অক্টোবর)  সন্ধ্যায় নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্রে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দীন এ ঘোষণা দেন।  

তিনি বলেন, মোট ১৭৫টি কেন্দ্রে সাদ এরশাদ (লাঙ্গল) পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট।

আর বিএনপি মনোনীত প্রার্থী  রিটা রহমান পেয়েছেন (ধানের শীষ) ১৬ হাজার ৯৪৭ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মকবুল শাহরিয়ার (মটরগাড়ি) ১৪ হাজার ৯৮৪ ভোট পেয়েছেন।
 রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বেসরকারি ফলাফল।                                          ছবি: বাংলানিউজফলাফল অনুযায়ী সাদ এরশাদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।  

এর আগে শনিবার সকাল ৯টা থেকে বিকেল পাচঁটা পর্যন্ত নগরীর  ১৭৫টি কেন্দ্রে এক যোগে ভোট হয়।  

এ আসনে মোট ভোটার চার লাখ ৪১ হাজার ২২৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ২০ হাজার ৮২৩ এবং নারী ভোটার দুই লাখ ২০ হাজার ৪১ জন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।