ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

রাজনীতি

বুয়েটছাত্র ফাহাদ হত্যায় জড়িতদের বিচার দাবি ইনুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৫, অক্টোবর ৭, ২০১৯
বুয়েটছাত্র ফাহাদ হত্যায় জড়িতদের বিচার দাবি ইনুর

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য হাসানুল হক ইনু।

সোমাবার (৭ অক্টোবর) দুপুরে এক যৌথ বিবৃতিতে এ দাবি করেন জাসদ সভাপতি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার।

বিবৃতিতে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, কোনো অবস্থাতেই এ ধরনের নৃশংসতাকে প্রশ্রয় দেওয়া যাবে না।

এ ঘটনায় জড়িদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও বিচারের আওতায় আনা হোক।

সোমবার ভোরে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলার সিঁড়ি থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। ফাহাদ হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। ফাহাদ বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।

বাংলাদেশ: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৯
আরকেআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।