ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২০, অক্টোবর ৯, ২০১৯
ফাহাদ হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল ছাত্র ইউনিয়নের মশাল মিছিল/ছবি: শাকিল

ঢাকা: বুয়েট ছাত্র আবরার হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট ক্যাম্পাসে মশাল মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। পরে ফাহাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (৮ অক্টোবর) টিএসসি মোডের রাজু ভাস্কর্য থেকে এ মিছিল শুরু হয়ে বুয়েট ক্যাম্পাস প্রদিক্ষণ শেষে আবার টিএসসি এলাকায় এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিক রায় বলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে গেস্টরুম, গণরুম বন্ধ করতে হবে।

অন্যায়ভাবে আবরার হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলন ছড়িয়ে দিতে হবে প্রতিটি ক্যাম্পাসে।  

মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদি হাসান নোবেল, ঢাবির সভাপতি ফয়েজুল্লাহসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা।

পরে মশাল মিছিলটি বুয়েট শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
ইআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ