ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কল্যাণ পার্টির মহাসচিবের পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৩, অক্টোবর ৯, ২০১৯
কল্যাণ পার্টির মহাসচিবের পদত্যাগ

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান দল থেকে পদত্যাগ করেছেন।

তবে দলের দফতর সম্পাদক আল আমিন ভূঁইয়া রিপন বাংলানিউজকে বলেন, গত ৫ অক্টোবর মহাসচিব তার পদত্যাগপত্র দফতরে জমা দিলেও তা এখনও গ্রহণ করা হয়নি। পদত্যাগপত্র আমার কাছেই আছে।

চেয়ারম্যানের কাছে এখনও দেওয়া হয়নি।

এদিকে আমিনুর রহমানের মোবাইল বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।  

অন্যদিকে দলের চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ৯টায় ফোন দিলে তিনি বলেন, আমি এখন মিটিংয়ে আছি। এ বিষয়ে কথা বলতে আপনাকে আমি আধাঘণ্টা পরে ফোন দেব।  

কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষার পর রাত সাড়ে ১০টায় পুনরায় ফোন দিলে তিনি রিসিভ করেননি।

২০০৭ সালের ৪ ডিসেম্বর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বাংলাদেশ কল্যাণ পার্টি নামক দলটি প্রতিষ্ঠা করেন। তখন থেকেই দলটির সঙ্গে সম্পৃক্ত এমএম আমিনুর রহমান।  

২০১৪ সালের ২৪ মার্চ থেকে তিনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই বছরের ডিসেম্বরে কাউন্সিলের মাধ্যমে তিনি পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচিত হন।

পরবর্তীতে ২০১৯ সালের ৬ এপ্রিল কল্যাণ পার্টির কাউন্সিলে দ্বিতীয়বারের মতো দলটির মহাসচিব নির্বাচিত হন তিনি।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।