ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক রোববার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫২, অক্টোবর ২০, ২০১৯
ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক রোববার জাতীয় ঐক্যফ্রন্ট

ঢাকা: নিজেদের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার (২০ অক্টোবর) দুপুর ১২টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ অক্টোবর) ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে এ তথ্য জানান। ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

বৈঠকে আগামী ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঘোষিত নাগরিক সমাবেশ নিয়ে আলোচনা হবে।

শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আশঙ্কা প্রকাশ করে বলেন, সম্ভবত সরকার আমাদের ঘোষিত ২২ অক্টোবরের সমাবেশের অনুমতি দেবে না।

সরকার অনুমতি না দিলে পরবর্তী করণীয় নিয়েই এই বৈঠকে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।