ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

এমপি বুবলীর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, অক্টোবর ২০, ২০১৯
এমপি বুবলীর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন কাদের

ঢাকা: নরসিংদীর সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীর জালিয়াতির বিষয়টি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে জানানো হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২০ অক্টোবর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা জানান ওবায়দুল কাদের।

সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী নিজের পরীক্ষা অন্যকে দিয়ে দিয়েছেন-এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেটা আমি দৈনিকগুলোতে দেখেছি।

বিষয়টা নিয়ে এখনও দলীয় বা সরকারিভাবে আলোচনা হয়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টা আলাপ করবো। নেত্রীর সঙ্গে আলাপ করে পরে বিষয়টা জানাবো।

ওই সংসদ সদস্য নিজের ডিগ্রি পরীক্ষায় অন্যকে পাঠিয়ে আটটি পরীক্ষা দিয়ে শেষ দিন শুক্রবার (১৮ অক্টোবর) প্রক্সি পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।