ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ডাকসু ভিপির ফেসবুক আইডি হ্যাকড

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, অক্টোবর ২৩, ২০১৯
ডাকসু ভিপির ফেসবুক আইডি হ্যাকড ভিপি নুরুল হক নুর

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে। 

বুধবার (২৩ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে হ্যাকাররা তার ফেসবুক আইডি নিয়ন্ত্রণ নিয়েছে বলে বাংলানিউজের কাছে তিনি দাবি করেছেন।  

ভিপি নুরুল হক বলেন, সকালে আমি মেইল চেক করে বিষয়টি বুঝতে পারি।

কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের ফেসবুক গ্রুপ ও আইডি হ্যাক করা হয়। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাজ করতে পারে বলে আমরা ধারণা করছি।

এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানান ভিপি নুরুল।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৯
এসকেবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।