ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে রমনায়ও আ’লীগ নেতাকর্মী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
সোহরাওয়ার্দী উদ্যান ছাপিয়ে রমনায়ও আ’লীগ নেতাকর্মী

ঢাকা: আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের ভিড় লেগেছে সোহরাওয়ার্দী উদ্যানে। এ জায়গা ছাপিয়ে রমনা উদ্যানেও লক্ষ্য করা গেছে ভিড়।

শনিবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা বর্ণিল সাজে মিছিলসহ সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হয়েছেন।

এসময় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের টি-শার্ট এবং মাথায় আ’লীগের এবং সম্মিলিত কর্মসূচির রিবন দেখা যায়।

জানা গেছে, সম্মেলনে শেষের দিকে আসা নেতাকর্মীরা নিরাপত্তা এবং প্রচণ্ড ভিড়ের কারণে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে পারেননি। তাই তারা রমনা উদ্যানে জড়ো হয়েছেন। শুধু রমনাই নয়, নেতাকর্মীদের ভিড় শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান এবং টিএসসিতেও দেখা যায়।

সম্মেলনে অংশ নিতে আসা আহমেদ কামাল বাংলানিউজকে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনেক ভিড়। তাই রমনা পার্কে বসেই সম্মেলনের বক্তব্য শুনছি। রমনা পার্কেও মাইক আছে। তাই কোনো সমস্যা হচ্ছে না।

সম্মেলনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন। জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের সম্মেলনের মাধ্যমে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুটি শাখার নেতৃত্ব নির্বাচন করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।