ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

লাল-সবুজের সাজে মহানগর আ’লীগের সম্মেলনে নেতাকর্মীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, নভেম্বর ৩০, ২০১৯
লাল-সবুজের সাজে মহানগর আ’লীগের সম্মেলনে নেতাকর্মীরা সম্মেলনে লাল-সবুজের সাজে নারীরাও, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে লাল সবুজের পাশাপাশি বর্ণিল সাজে সজ্জিত হয়ে অংশগ্রহণ করেছেন নেতাকর্মীরা। তাদের পরনে রয়েছে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান সংবলিত টি-শার্ট। মাথায় লাল-সবুজের ক্যাপ।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের ভিড় লেগে যায়। এসময় নারী-পুরুষ নির্বিশেষে সম্মেলনে অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

টি-শার্টগুলোতে সামনের দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থান পেয়েছে। পেছনের অংশে যেসব নেতা এসব দিয়েছেন, তাদের ছবি রয়েছে। আর লাল-সবুজের ক্যাপে মহানগর আওয়ামী লীগ সম্মেলনের সফলতা কামনা করে লেখা রয়েছে বিভিন্ন স্লোগান।

শুধু ছেলেদেরই নয়, সম্মেলনে অংশগ্রহণ করতে আসা মেয়েদের সাজসজ্জায়ও বর্ণিলতা লক্ষ্য করা যায়। অনেককেই জাতীয় পতাকার রঙের আদলে তৈরি শাড়ি পরিহিত অবস্থায় দেখা যায়। একইসঙ্গে নারীদের মাথায়ও লাল-সবুজের ক্যাপ দেখা যায়।

কথা বলে জানা যায়, এসব টি-শার্ট এবং ক্যাপ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের  নেতা নিজেদের সম্মেলন উপলক্ষে উপহার দিয়েছেন।
সম্মেলনে লাল-সবুজের সাজে নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজঅতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টার দিকে উপস্থিত হয়ে পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা চলছে।

আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলনের মাধ্যমে রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এ দুটি শাখার নেতৃত্ব নির্বাচন করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।