ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আবারো হবিগঞ্জ আ'লীগে সভাপতি জাহির, সম্পাদক আলমগীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০১, ডিসেম্বর ১১, ২০১৯
আবারো হবিগঞ্জ আ'লীগে সভাপতি জাহির, সম্পাদক আলমগীর

হবিগঞ্জ: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারো হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবু জাহির, এমপি এবং সাধারণ সম্পাদক হয়েছেন বর্তমান সহ সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। 

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কমিটির নেতৃত্ব নিয়ে প্রায় এক মাস ধরে জল্পনা-কল্পনার শেষ ছিল না।

কারা হচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক এনিয়ে চলছিল চুলচেরা বিশ্লেষণ। নেতৃত্বে আসতে সভাপতি, সাধারণ সম্পাদকেসহ ৮ পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ৩২ নেতা। অবশেষে ওবায়দুল কাদেরের মুখে নাম ঘোষণার পর এ আলোচনার অবসান ঘটলো।

২০১৩ সালের ১৩ জুন সর্বশেষ জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলে গোপন ভোটে অ্যাডভোকেট আবু জাহির সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।