ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, ডিসেম্বর ১১, ২০১৯
খালেদা জিয়া মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ বিক্ষোভ মিছিল, ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আদালতপাড়ার জেলা আইনজীবী সমিতি চত্বরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রিয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট কাজী এনায়েত বাচ্চু, মোকলেছুর রহমান বাচ্চু ও সাদিকুর রহমান লিংকন, অ্যাডভোকেট শহীদ হোসেন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আক্তারুজ্জামান শামীম, অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব ও অ্যাডভোকেট হাফিজ উদ্দিন আহমেদ বাবলু প্রমুখ।

সমাবেশে বক্তারা আইনের শাসন কায়েম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সমাবেশ শেষে আদালত চত্বর থেকে বিএনপিপন্থি আইনজীবীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন আইনজীবী সমিতি মিলনায়তন চত্বরে গিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।