ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

ভিপি নুরের ওপর হামলা, রেজা কিবরিয়ার নিন্দা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, ডিসেম্বর ১৮, ২০১৯
ভিপি নুরের ওপর হামলা, রেজা কিবরিয়ার নিন্দা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরাম সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। 

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রেজা কিবরিয়া জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা চালিয়ে তার দুই আঙুল ভেঙে দিয়েছে  সন্ত্রাসীরা।

হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজ কেউ এ দেশে নিরাপদ নয়।

বাক স্বাধীনতা বলতে দেশে এখন কিছুই নেই। কেউ সত্য ও ন্যায়ের পক্ষে কথা বললেই তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়।

বিবৃতিতে তিনি ভিপি নুরের দ্রুত সুস্থতা কামনা করেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের কাছে সংহতি সমাবেশ ও মিছিলের ডাক দেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেখানে হামলায় ভিপি নুর আহত হন।
 
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ