ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নীলফামারী থেকে আ’লীগের সম্মেলনে ৮৭ বছরের জোনাব আলী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, ডিসেম্বর ২০, ২০১৯
নীলফামারী থেকে আ’লীগের সম্মেলনে ৮৭ বছরের জোনাব আলী

ঢাকা: ৮৭ বছর বয়সে নীলফামারী থেকে আওয়ামী লীগের টানে ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিতে এসেছেন জোনাব আলী। 

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট দিয়ে জোনাব আলীকে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন স্থলে প্রবেশ করতে দেখা যায়।  

জোনাব আলীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ১৯৬৭ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

একাধিকবার তিনি নীলফামারী জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগের প্রবীণ এ সদস্য বাংলানিউজকে বলেন, আমার বয়সী কেউ আর আওয়ামী লীগের নীলফামারী জেলায় জীবিত নেই। প্রাণের টানে সম্মেলনে এসেছি। আমি চাই সম্মেলনের মাধ্যমে নতুন যে নেতৃত্ব আসবে, তারা যেন বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের আদর্শকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে লালন করে দেশকে এগিয়ে নিয়ে যান। সমাজ থেকে দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দূর করতে ভূমিকা রাখেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
আরকেআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।