ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের কমিটিতে আরও ঠাঁই হলো যাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
আ’লীগের কমিটিতে আরও ঠাঁই হলো যাদের

ঢাকা: জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর দলের পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আফজাল হোসেন।

সিলেটের সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন ওয়াসিকা আয়শা খান এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন- আবুল হাসানাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, নুরুল ইসলাম খান, ফখরুদ্দিন কামরান, দীপঙ্কর তালুকদার (রাঙামাটি), অ্যাডভোকেট আমিরুল আলম জুয়েল, আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী (হবিগঞ্জ), অ্যাডভোকেট সিরাজুল কবির কাউসার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হুসনে আরা লুতফা, অ্যাডভোকেট সফুরা খাতুন (লালমনিরহাট), অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবউদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং ও গ্লোরিয়া সরকার ঝর্ণা।

একটি সাংগঠনিক সম্পাদক, তিনটি সদস্যপদসহ দলটির বাকি আরও কয়েকটি সম্পাদকীয় পদ পরে ঘোষণা করা হবে।

কমিটিতে এ পর্যন্ত চারটি সম্পাদকীয় পদ ঘোষণা বাকি আছে।  সেগুলো হলো- সাংগঠনিক সম্পাদক, শিল্প  ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ধর্ম বিষয়ক সম্পাদক এবং কোক্ষাদক্ষ সম্পাদক। এছাড়া আরও তিনটি সদস্য পদ বাকি আছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
এসকে/টিএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।