ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল শনিবার

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কাউন্সিল শনিবার (২৮ ডিসেম্বর)। এদিন রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টায় কাউন্সিল শুরু হবে।

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বাংলানিউজকে বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করার স্বার্থে তৃণমূল পর্যন্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান কাঠামো গড়ে তোলা, প্রাদেশিক ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা ও বিদ্যমান রাজনৈতিক শাসনতান্ত্রিক সংকট নিরসনে জাতীয় সরকার গঠন জরুরি হয়ে পড়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে শনিবার জেএসডির কেন্দ্রীয় কাউন্সিল হতে যাচ্ছে।

কাউন্সিলে সারাদেশ থেকে দলের নেতাকর্মীরা যোগ দেবেন।

তিনি বলেন, কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উপস্থিত থাকবেন- কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীর প্রতীক, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাইফুল হক, জোনায়েদ সাকি, নুরুল হক নূর, অধ্যাপক দিলারা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।