ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুজিববর্ষে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় সুনিশ্চিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২০
মুজিববর্ষে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় সুনিশ্চিত

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মুজিববর্ষে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় সুনিশ্চিত। মহানগরের ভোটাররা একাত্তর ও পঁচাত্তরের খুনিদের পৃষ্ঠপোষক অপশক্তিকে কখনোই ভোট দেবে না। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সদ্য প্রয়াত অ্যাডভোকেট মারুফ বিন হাবিবের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা করে আমরা এখন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছি।

বাংলার প্রতিটি ঘর এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। জঙ্গিবাদ দমন করে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে প্রশংসিত। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আলোকিত করে তুলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে।  

প্রয়াত উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিবের স্মৃতিচারণ করে নাসিম বলেন, মারুফ মানুষের জন্য কাজ করেছেন। দলের নিবেদিত প্রাণ একজন কর্মী ছিলেন তিনি। যারা বঙ্গবন্ধুর সেনিক তারা কখনও দল ও আদর্শ থেকে বিচ্যুত হতে পারে না।  

উপজেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম সফি, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম ও আরিফ বিন হাবিব।  

এর আগে মোহাম্মাদ নাসিম এমপিসহ অন্যান্য নেতারা প্রয়াত নেতা মারুফের কবর জিয়ারত করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তার বাসভবনে যান।  

উল্লেখ্য, উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মারুফ বিন হাবিব গত ২৬ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।