ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২০
শেখ হাসিনা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন

পটুয়াখালী: আওয়ামী লীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, শেখ হাসিনা সর্বদা দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তিনি যেমন দেশের উন্নয়ন করেছেন, তেমনি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। 

বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে দেওয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ৩২৯ আসনের সদস্য কাজী কানিজ সুলতানা, পটুয়াখালী-০৩ আসনের সংসদ সদস্য শাহজাদা সাজু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ও জিয়াউল হক জুয়েল প্রমুখ।

এদিকে গণসংবর্ধনায় উপস্থিত লাখ লাখ নেতাকর্মী শেখ হাসিনার জন্য পটুয়াখালীবাসী ধন্য স্লোগানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এসময় জেলা, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।