ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩১, ফেব্রুয়ারি ৬, ২০২০
সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদী বিএনপি

ঢাকা: ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত সমাবেশের অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী বিএনপি।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলানিউজকে বলেন, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সফিকুল ইসলামের সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন সমাবেশ করার অনুমতির বিষয়ে পরে জানাবেন।

 

আব্দুস সালাম আরও বলেন, সমাবেশের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। আমরা আশাবাদী যে দলীয় নেত্রীর মুক্তির দাবিতে ঘোষিত সমাবেশের অনুমতি পাবো।    

আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। ওইদিন খালেদা জিয়ার কারাগারে যাওয়ার দুই বছর পূর্ণ হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
এমএইচ/এএ                                        

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।