ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

অসুস্থ গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৭, ফেব্রুয়ারি ১১, ২০২০
অসুস্থ গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে জানান, ঠাণ্ডার কারণে তিনি অসুস্থতা বোধ করায় আনোয়ার খান মডার্ন হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সদ্য সমাপ্ত ঢাকা সিটি করপোরশেন নির্বাচনের প্রচারণার সময় থেকেই অসুস্থ বোধ করেন গয়েশ্বর চন্দ্র রায়। সেসময়ও তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর হঠাৎ অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এমএইচ/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ