ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রথমবারের মতো আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশি যুবাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এতে কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ হয়। এসময় তারা বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে ক্যাম্পাস এলাকা। বাংলাদেশের এমন দুর্দান্ত সাফল্যে দারুণ খুশি তারা।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসকেবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।