ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১১, ফেব্রুয়ারি ১৫, ২০২০
বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মজনুর রহমান মজনুকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মধ্য রাতে বোচাগঞ্জ সুকদেবপুর চৌরাস্তা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মজনুর রহমান উপজেলার ধনতলা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাত ১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। অভ্যন্তরীণ কোন্দল ও অর্থ ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।