ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে জাপা: জি এম কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
রাজনীতিতে নিয়ামক শক্তি হিসেবে কাজ করছে জাপা: জি এম কাদের

ঢাকা: দেশের রাজনীতিতে জাতীয় পার্টি (জাপা) সবসময়ই নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক স্মৃতি-আলেখ্য ‘আমার দেখা এরশাদ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাপা চেয়ারম্যান বলেন, জাপাকে সবসময়ই অবমূল্যায়ন করা হয়েছে।

অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে দলটিকে। তবে জাপা সবসময় হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে সবসময়ই একটা নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে।

জি এম কাদের বলেন, ’৯০ এর পরে তার (হুসেইন মুহম্মদ এরশাদ) সম্পর্কে অনেকে সমালোচনা করেছেন, অপ্রচার চালিয়েছেন। অাবার অনেকেই জানতেন প্রকৃত পক্ষে তিনি কেমন ছিলেন।

এ সময় জাপা চেয়ারম্যান প্রকাশিত গ্রন্থের বিভিন্ন অংশ নেতাকর্মীদের উদ্দেশ্য পাঠ করে শোনান।

বাঙলা গবেষণা প্রকাশক আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমার দেখা এরশাদ’ গ্রন্থের লেখক ও গবেষক সাঈদ তারেক।  

এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক সংসদ ও রাজনৈতিক নেতা গোলাম মওলা রনি, গবেষক বাবু সুনিল শুভ রায়, আকাশ প্রকাশনের প্রকাশক আলমগীর শিকদার লোটন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
পিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।