ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেশবপুর উপ-নির্বাচনে শাহীনের মনোনয়নপত্র দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
কেশবপুর উপ-নির্বাচনে শাহীনের মনোনয়নপত্র দাখিল কেশবপুর উপ-নির্বাচনে শাহীনের মনোনয়নপত্র দাখিল। ছবি: বাংলানিউজ

যশোর: যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শাহীনের পক্ষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগ নেতারা উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রশীদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ।

এদিকে উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহীনের মনোনয়নপত্র দাখিল উপলক্ষে উপজেলার ১১টি ইউনিয়নের হাজারো নেতাকর্মী শহরে উপস্থিত হন। এ সময় নৌকা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে-স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা উপজেলা শহর। দীর্ঘ অর্ধযুগ পরে উপজেলা আওয়ামী কোন্দল নিরসন হওয়ায় উপ-নির্বাচনে ব্যাপক উৎফুল্ল দলের নেতাকর্মীরা। এছাড়াও ঝিমিয়ে পড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে রাত-দিন দেখা মিলছে শতশত নেতাকর্মীর।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে শাহীন চাকলাদার কেশবপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কেশবপুর উপজেলার সব সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খানের সভাপতিত্বে সভায় সঞ্চলনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, সাংবাদিক আশরাফুজ্জামান, সাইদুর রহমান সাইদ, দিলীপ মোদক প্রমুখ।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ কে এম খয়রাত হোসেন ও গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিটু, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদি মাসুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ইউজি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।